ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আজহার ছুটির দু’দিন আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে আবাসিক হলগুলো। আগামী ২৪ জুন থেকে ইবিতে ঈদের ছুটি শুরু হচ্ছে। কিন্তু ২২ জুন থেকে হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রভোস্ট কাউন্সিল। সোমবার বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রভোস্ট কাউন্সিলের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। অগ্রিম ট্রেনের টিকেট কাটায় এবং বৃহস্পতিবার দূরপাল্লার কিছু ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ার আশঙ্কায় আছেন অনেক শিক্ষার্থী।
জানা যায়, আগামী ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২৪জুন থেকে বিশ্ববিদ্যালয় ছুটি শুরুর বিষয়টি উল্লেখ আছে।
হল বন্ধের ঘোষণা আসায় ২২ জুনের পরে যেসব শিক্ষার্থীর ট্রেনের টিকেট কেটেছিলেন তাদের বাধ্য হয়ে টিকেট বাতিল করতে হচ্ছে। টিকেট স্বল্পতার কারণে নতুন করে টিকেট কাটাও সম্ভব হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। ফলে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কায় আবাসিক শিক্ষার্থীরা।
শেখ রাসেল হলের এক আবাসিক শিক্ষার্থী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঈদের ছুটি শুরুর মাত্র কয়েকদিন আগে এ রকম সিদ্ধান্ত নেয়া মোটেই ঠিক হয়নি। দূরের শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরুর প্রায় দশ দিন আগে টিকেট কাটতে হয়। অনেক শিক্ষার্থীই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ধরে নিয়ে ২২ জুনের পরেও বাড়ি ফেরার টিকেট কেটেছেন। এখন প্রভোস্ট কাউন্সিলের এ রকম সিদ্ধান্তে আমরা অনেক বিপাকে পড়েছি।
খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী তানজিলা শোভা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, টিকেট স্বল্পতার কারণে আমি অনলাইনে দশ দিন আগে ২৪ জুনের টিকেট কেটেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় ছুটি শুরুর মাত্র চারদিন আগে এমন সিদ্ধান্ত বিব্রতকর। প্রশাসনের এ রকম সিদ্ধান্তে যেসব শিক্ষার্থীর দূরে বাসা তারা বিপদে পড়বেন। আর উত্তরবঙ্গে শুধু রূপসা ও সীমান্ত ট্রেন। বৃহস্পতিবার আবার রূপসা ট্রেন সাপ্তাহিক বন্ধ। যদি ২২ জুন হল বন্ধ হয় তবে আমরা হলের মেয়েরা রাত একটি ট্রেনে কিভাবে স্টেশনে যাবো। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামী ২২ জুন সকাল ১০টায় আবাসিক হলগুলো বন্ধ হবে। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ট্রেনের টিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দু-একজনের সমস্যা হলে তারা মেসে থাকবেন।