ঈদুল ফিতরের ছুটি শেষ হলো। আজ সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তবে, সরকারি অফিস আদালতগুলোতে এখনো ঈদের রেশ। ঢিলেঢালাভাবে চলছে অফিস।
সোমবার দুপুরে সরেজমিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে গিয়ে দেখা যায়, ঢিলেঢালাভাবে অফিস চলছে। তবে,
টানা পাঁচদিনের ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা পাঁচদিন। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিলো গত ১৮ এপ্রিল। সোমবার থেকে আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।
ঈদের ছুটি শেষে দূরদূরান্ত থেকে সকালে অনেকে সরাসরি অফিসে এসেছেন। কেউ কেউ আবার পরিবার নিয়ে গতকালই ঢাকায় এসেছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।