ঐতিহাসিক ছয় দফা দিবস ৭ জুন (বুধবার)। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে দেশের সব মাদরাসায় সুবিধাজনক দিনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া-মোনাজাতের আয়োজন করতে হবে। মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সব মাদরাসায় শিক্ষার্থীদের নিয়ে সুবিধাজনক দিনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া-মোনাজাত ইত্যাদি কর্মসূচি স্ব স্ব প্রতিষ্ঠান প্রণয়ন করে বাস্তবায়ন করবে।
ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মাদরাসায় জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে এসব কর্মসূচি পালন করতে বলেছে অধিদপ্তর।
আদেশটি সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠিয়েছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।