একটু একটু করে কীভাবে একজন আইনজীবী জঙ্গিবাদের ভয়াল জগতে ঢুকে গেছেন, এর বড় উদাহরণ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস অ্যাডভোকেট ওমর ফারুক তালুকদার। বিশ্ববিদ্যালয়ে পড়া মেধাবী এই ছাত্রের পরিবর্তন চোখের সামনে দেখেছেন তাঁর প্রথম স্ত্রী মারজিয়া মলি।
স্বামীকে আলোর পথে ফেরানোর তাঁর যে প্রাণান্তকর চেষ্টা ছিল, সে চিত্র উঠে আসে ফারুকের মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদনে। স্বামীর ফোনে বেশ কিছু এসএমএস পাঠান তিনি। মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন এরই মধ্যে আলামত হিসেবে আদালতে জমা দিয়েছে পুলিশ। গত ৮ অক্টোবর একটি মেসেজে স্বামীকে মলি লিখেছেন, 'আমি জঙ্গি হইনি বলে জঙ্গিকে বিয়ে করে আমার ওপর প্রতিশোধ নিলা।' আরেকটি এসএমএসে লেখেন, 'তুমি তো আমাকে জঙ্গি হতে চাপ দিচ্ছ।'
একই দিনে পাঠানো আরেকটি মেসেজে তিনি লেখেন, 'ভয়ংকর জঙ্গিদের সঙ্গে মিশে জঙ্গিরা তোমাকে জঙ্গি নারী বিয়ে করিয়ে দিয়েছে।' 'প্লিজ ফারুক, তুমি জঙ্গিবাদের পথ থেকে বেরিয়ে আসো।' এর আগে ৩০ জুলাই পাঠানো বার্তায় লেখেন, 'তুমি জেলখানা থেকে পরামর্শ পেয়ে ঘর ছেড়েছ।' 'জঙ্গি না হওয়াটা আমার অপরাধ হয়ে গেছে। তুমি জঙ্গি বিয়ে করেছ।' 'জঙ্গিরা তোমাকে ঘরছাড়া করাইছে। এবার বোমা হামলা করাবে।' 'এখনও সময় আছে, ভালো হয়ে যাও। ওই নারীকে ডিভোর্স দিয়ে সংসারে ফিরে আসো।'
এ ব্যাপারে জানতে চাইলে ওমর ফারুকের স্ত্রী মারজিয়া মলি বলেন, 'আমাকে না জানিয়ে বিয়েটা করেছিল ফারুক। গত ২৫ এপ্রিল বিয়ে হয়, ওই দিনই জানতে পারি। পরে শুনেছি, যে মেয়েটিকে বিয়ে করেছে, সেও জঙ্গি। স্ত্রী হিসেবে এই বিয়ে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।'
মলি আরও বলেন, জঙ্গি সোহেলই হয়তো আমার স্বামীকে ফাঁদে ফেলেছে। এখনও বিশ্বাস করি, সঠিক পথে ফারুক ফিরে আসবে।
সর্বশেষ দুই মাস ধরে সে আমার সংসার চালানোর খরচ ঠিকঠাক দিচ্ছে না। এর আগে নিয়মিত দিত। এসব পরিস্থিতি নিয়ে আমি দুই সন্তানসহ আতঙ্কিত।
স্বামীর বাহ্যিক পরিবর্তনের ব্যাপারে তাঁর ভাষ্য, এপিএস থাকাকালে ২০১২ সালের ওই ঘটনার পর থেকেই ধর্মকর্মে আমরা মনোযোগী হই। এর পর ২০১৭ সালে ফারুক কয়েক মাস জেলে ছিল। জেল থেকে বের হওয়ার পর বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করিনি। তবে চলতি বছর বিয়ের পর একটু বদলে গেছে। একজন স্বামীর দুর্বল জায়গা হলো, তাঁর সন্তান ও স্ত্রী। কেউ যদি এটা কেড়ে নেয়, কীভাবে সামলাব? আত্মীয়স্বজন অনেকে ভুল বুঝতে চান। ওমর ফারুকের ফেসবুকেও তাঁর যেসব দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ দেখা গেছে তাতে স্পষ্ট, তিনি জঙ্গিবাদে ভিড়েছেন।