জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের রাশেদ হোসেন রনি।
শনিবার (১৫ জুলাই) সংগঠনটির কার্যনির্বাহী ও উপ-কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কার্যনির্বাহী ও উপ-কার্যনিবার্হী সদস্যরা গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করে।
এতে অন্যন্য মধ্যে সহ-সভাপতি পদে সাবিদ রাব্বানী, জান্নাতুল ফেরদৌস ও নাফিসা তাবাসসুম খান মাহি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পারভেজ হোসেন ও রমজান শেখ, সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম ইসলাম, কোষাধ্যক্ষ পদে সায়মা আক্তার মিম, দপ্তর সম্পাদক পদে মো. হাসান আলী জসিম, কর্মশালা সম্পাদক পদে ইমাম হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ ইফাত, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ইব্রাহিম শেখ, প্রকাশনা সম্পাদক পদে তাহসিনা নাঈমা খান, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়ামিন ভূঁইয়া এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৌরভ শাহরুখ নির্বাচিত হয়েছেন।
জবি আইটি সোসাইটির মেন্টর ও সিএসই বিভাগের চেয়ারম্যান ড. উজ্জ্বল কুমার আচার্য নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইটি জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আইটি সোসাইটি সবসময়ই কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জবি আইটি সোসাইটির নবগঠিত এই কমিটি আরো নতুন উদ্যমে সামনে দিকে এগিয়ে যাবে।