জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র সংসদের কক্ষের তালা ভেঙে ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সেখানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সরিয়ে নেয়।
গতকাল মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কসহ কক্ষটিতে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এর আগে, সকাল থেকে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে থাকেন। পরে সকলে একসঙ্গে তালা ভেঙে সবাই ভেতরে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কামরাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) কার্যালয়। এটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ কক্ষটিই নিয়মিত বৈঠক করার জন্য ব্যবহার করতেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই। ছাত্র সংসদের এ কক্ষটি ছাত্রলীগ অবৈধভাবে দীর্ঘদিন দখল করে রেখেছিলো। আমরা আজকে প্রবেশ করলাম। আমাদের দাবি হলো, আর কেউ যাতে গায়ের জোরে এভাবে দখল প্রতিষ্ঠা করতে না পারে।