দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার মতো যোগ্যতাসম্পন্ন, বিচক্ষণ ও সাহসী উপাচার্য চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উপাচার্যকে অবশ্যই জবি থেকেই হতে হবে বলে দাবি জানিয়েছেন তারা।
সোমবার শিক্ষক সমিতির লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেই উপাচার্য নিয়োগ বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষকরা।
মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, অতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হয়ে এসেছেন তারা রুটিন দায়িত্ব পালন করেছেন। নিজের বিশ্ববিদ্যালয় মনে করে কাজ করেন নি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হতে ৬-৭ বছরের বেশি লাগার কথা নয়। কিন্তু কেউ আন্তরিকতার সঙ্গে করেননি। তারা আরো বলেন, এখন দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমরা কথা বলতে পারছি। এখনই দাবি জানানোর উপযুক্ত সময়। আমাদের ক্যাম্পাসের সমস্যা আমাদের শিক্ষকরাই ভালো বুঝতে পারবেন। তবে অবশ্যই উপাচার্যকে বর্তমান দেশ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করার যোগ্যতাসম্পন্ন, বিচক্ষণ ও সাহসী হতে হবে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেই ভিসি চাই। তাকে অবশ্যই সৎ হতে হবে। পাশাপাশি বিচক্ষণতা ও সাহস থাকতে হবে। যাতে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুরূপে পরিচালনা করতে পারেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, দর্শন বিভাগের অধ্যাপক ড. লুৎফুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোহাম্মদ রেজাউল হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমেদ ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।