জবি শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসন তৈরির নির্দেশনা

দৈনিক শিক্ষাডটকম, জবি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসিক সংকট সাময়িক নিরসনের জন্য সুবিধাজনক স্থানে বাসা ভাড়া করে ছাত্র-ছাত্রী হল হিসেবে ব্যবহার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিখিত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

(১৪ নভেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা সভার কার্যবিবরণীতে একাধিক সিদ্ধান্ত লিখিত আকারে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ করবে এবং তাকে এ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেয়ার প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রকল্পের অবশিষ্ট যেসব কাজ এখনো আরম্ভ হয়নি অথবা দরপত্র অনুমোদন করা হয়নি সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য অর্পিত ক্রয় কাজ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

মন্ত্রণালয় আরো জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ২য় পর্যায়ের প্রকল্পের কাজ অর্পিত ক্রয় কাজ হিসেবে যথাযথ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে এবং প্রস্তাবিত ২য় পর্যায় প্রকল্পের নাম এবং মৌলিক অঙ্গ চিহ্নিত করে প্রকল্পটির সংশোধিত বাজেটে বরাদ্দবিহীন তালিকায় অন্তর্ভুক্তির জন্য সংক্ষিপ্ত প্রকল্প ধারণাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে পাঠাবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এখন আমরা সব কিছু বাস্তবায়নের দিকে এগিয়ে যাবো। আমরা তো আগে থেকেই এসব নিয়ে কাজ করছিলাম। শিক্ষার্থীরা আন্দোলন করেছে এখন ব্যাপারগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব হয় আমরা এসব কাজ শেষ করে শিক্ষার্থীদের সব সংকট দূর করবো।

তিনি আরো বলেন, আমি আজকেও ইউজিসিতে গিয়েছিলাম। পিডি নিয়োগের ব্যাপারে আবেদন করা আছে। ইউজিসি থেকে সেটি অনুমোদন হয়ে আসলেই নতুন পিডি নিয়োগ হয়ে যাবে দ্রুত। 

দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন ক্যাম্পাস নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সে বিষয়ে উপাচার্য বলেন, এটি একটি প্রজ্ঞাপন হওয়া প্রকল্পের নাম। চাইলেই আমরা এখন এগুলোতে দ্বিতীয় ক্যাম্পাস বলতে পারিনা। পরবর্তী সব নতুন প্রকল্পে যাতে দ্বিতীয় ক্যাম্পাস উল্লেখ করা হয় সেটি নিশ্চিত করবো।


পাঠকের মন্তব্য দেখুন
৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027990341186523