জবি শিক্ষার্থীদের নিয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আমাদের বার্তা, জবি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) কম্পিউটার সোসাইটি ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার সিম্পোজিয়াম ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে ইউজিসি সহায়তায় করেছে। গতকাল শনিবার অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, এ ধরনের সিম্পোজিয়ামের মতো প্ল্যাাটফর্মের মাধ্যমে বিভিন্ন রকম উদ্ভাবন ও সহযোগিতামূলক গবেষণা বিনিময় হয়ে থাকে। আইটি বিষয়ক কমিউনিটির মাঝে উন্নত প্রযুক্তির জন্য আজকের অনুষ্ঠানটি উদাহরণ হয়ে থাকবে। একজন প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব ও সৃজনশীলতার মধ্য দিয়ে দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে আপনাদের অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, সিম্পোজিয়ামে অনেক ধরনের পেপার প্রেজেন্টিং হয়েছে। গবেষণানির্ভর এ পেপারগুলো কাগজে কলমে আটকে না রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের টেকনিক্যাল উন্নয়নে আমরা এগুলোর ব্যবহার করতে পারি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। কী-নোট স্পিকার হিসেবে ছিলেন পিএসসি’র সদস্য ও বুয়েটের অধ্যাপক ড. এম সোহেল রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিম্পোজিয়ামের উদ্বোধনী দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তিনটি কারিগর সেশনে মোট ২২টি পেপার এবং সমাপনী দিনে আটটি সেশনে ৬৯টি পেপারসহ দুই দিনব্যাপী সিম্পোজিয়ামে মোট ৯১টি পেপার উপস্থাপন করেন। 

উপস্থাপিত পেপারগুলো ছিলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, ডিএনএ কম্পিটিং অ্যান্ড অপটিক্স, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, ইন্টারনেট অফ থিংস (আইওটি), অ্যান্ড কমিউনিকেশন, সিগন্যাল প্রোসেসিং, কম্পিউটার ভিশন অ্যান্ড রোবোটিকস, সফট কম্পিউটিং, অ্যালগরিদমস অ্যান্ড কম্পিউটেশন, কগনিটিভ সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি গেস ডেটাবেজ টেকনলজিস অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ভিত্তিক। 

এছাড়াও পোস্টার প্রেজেন্টেশন করা হয়। প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে অ্যাওয়ার্ড দেয়া করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের - dainik shiksha ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু - dainik shiksha ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা - dainik shiksha জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার - dainik shiksha পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ - dainik shiksha পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে - dainik shiksha কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে please click here to view dainikshiksha website Execution time: 0.0058820247650146