জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানুষ, পশু ও মাটির ত্রিভুজ ভালোবাসাকে কেন্দ্র করে গণ-অর্থায়নে তৈরি ‘সাঁতাও’ চলচ্চিত্রের প্রচারণা উপলক্ষে গান ও আড্ডার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীরা।
খন্দকার সুমন পরিচালিত সাঁতাও সিনেমাটি মূলত উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন নিয়ে তৈরি। যেখানে ফুটে উঠেছে তাদের জীবনধারণের বিভিন্ন দিক। আয়োজকদের একজন সৌমিক বোস বলেন, সিনেমাটি গণ-অর্থায়নে তৈরি। এটি সাধারণ মানুষের সিনেমা, আমাদের সবার সিনেমা।