গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতকে ভর্তিতে স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক মানবন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র দেড় যুগে শিক্ষা, গবেষণাসহ সব ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে ঈর্ষণীয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রথম পুরোপুরি লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালু করে। যাতে মানসম্মত ও মেধাবী শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টি তার স্বকীয়তা হারিয়েছে।
মানবন্ধনে বক্তারা পাঁচ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
এদিকে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকা না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি বিশেষ একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
তিনি বলেন, সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। সেজন্য অ্যাকাডেমিক কাউন্সিল আহ্বান করা হয়েছে। সেখানে আলোচনা করে, শিক্ষকদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।