'চৈত্রের আহ্বান, গাই শেকড়ের গান' প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'চৈত্র পার্বণ' অনুষ্ঠিত হয়েছে । 'উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ' এ উৎসবের আয়োজন করে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
তিনি বলেন, বাংলাদেশ হলো বারো মাসে তের পার্বণের দেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিটি উৎসবই গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে। আমাদের সংস্কৃতির সাথে মিশে থাকা অনুষ্ঠানগুলো আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে বলে আমি মনে করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ারা বেগম। এসময় প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।