নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বসন্ত বরণ উৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সংগীত বিভাগ পৃথকভাবে এ উৎসবের আয়োজন করে।
সংগীত বিভাগের আয়োজনে ‘আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে’ স্লোগানকে সামনে রেখে মুজিব মঞ্চে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাংলা বিভাগের আয়োজনে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে বসন্ত উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক। এছাড়া বাংলা বিভাগের আয়োজনে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে ও সংগীত বিভাগের আয়োজনে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
বসন্তের আগমন উদযাপন করতে এদিন সকাল থেকেই শাড়ি-পাঞ্জাবি পরে ক্যাম্পাসে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। বসন্ত বরণ উৎসবে বসন্তের গান,নৃত্য, নাটক সহ নানা আয়োজন করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগ করেন।