আগামী শনিবার ‘বি’ (মানবিক) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করবে। তৃতীয়বারে দেশে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও তিনটি উপকেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা আয়োজন করা হবে। জবি কেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা দিতে আবেদন করেছেন ২১ হাজার ৬৫ জন শিক্ষার্থী।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে পরীক্ষা দেবেন ১২ হাজার ৮৪৫ জন ভর্তিচ্ছু। অন্যদিকে তিনটি উপকেন্দ্রেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস করা হয়েছে বলেছে জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছউদ্দীন। তিনটি উপকেন্দ্র হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, নটরডেম কলেজ ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পরীক্ষা দিবেন ৩ হাজার ৩৯৬ জন শিক্ষার্থী, নটরডেম কলেজে পরীক্ষা দেবেন ৩ হাজার ১০৪ জন ও উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবেন ১ হাজার ৭২০ জন ভর্তিচ্ছু।
এবারে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১ টি। বি ইউনিটে অর্থাৎ মানবিক বিভাগে আবেদন ভর্তির আবেদন পড়েছে ৯৬ হাজার ৪৩৪ টি। বি ইউনিটে (মানবিক) মোট আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬ টি। যেখানে আসন প্রতি লড়বেন ১৩ জন। পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষায় প্রতি প্রশ্নের জন্য থাকবে ১ নম্বর বিপরীতে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০। দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।
আর আগামী ২৭ মে বাণিজ্য (সি ইউনিট) এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের (এ ইউনিটের) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (http://gstadmission.ac.bd) পাওয়া যাবে।