জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণদিবস পালিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান বাংলা গানের তাৎপর্য বর্ণনায় সূচনা বক্তব্য দেন সংগীতগুরু ড. আলী এফ এম রেজোয়ান। অনুষ্ঠানে শাস্ত্রীয়সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতসহ বিভিন্ন গান পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। গানের পাশাপাশি রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি করেন তারা।
বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, রবীন্দ্রনাথ এমন এক সার্বভৌম প্রতিভা যিনি মৃত্যু সম্পর্কে প্রাচীন দুটি সিদ্ধ রসকে ভেঙে দিয়েছিলেন। ভয় কিংবা বৈরাগ্য নয়, মৃত্যু সম্পর্কিত এক অনন্ত বিস্ময় আমাদের মনে জাগিয়ে তুলেছিলেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয়-সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।