ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মহামারী করোনার কারণে গত দুই বছর কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়। তবে এবার পুরোনো আমেজে বিভিন্ন অনুষদ ও হলে দেবী বন্দনায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ দুটি ইনস্টিটিউট ও ছাত্রী হলের মোট ৩৭টি মণ্ডপে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়। এ সময় মণ্ডপের সামনে অনেক শিশুদের হাতেখড়ি দেন পুরোহিতরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, করোনার পর এবারই উৎসাহ-উদ্দীপনা ও পুরোনো আমেজে বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। সুন্দর পরিবেশে পূজা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের। সবাই উপভোগ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ অন্যান্যরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।