জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে নিযুক্ত করা হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহারের স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শামসুন নাহারের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন- ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমানকে পরবর্তী তিন বছরের জন্য ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ১১ জুলাই পূর্বাহ্ন থেকে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, ‘আগামী মঙ্গলবার সকালে দায়িত্ব গ্রহণ করবো। সুন্দরভাবে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের কল্যাণে ও বিভাগের উন্নয়নে অবদান রাখতে পারি সেজন্য সবার দোয়া প্রত্যাশা করছি।’