ঢাকার কেরাণীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের নির্মাণাধীন সীমানা প্রাচীরের পিলার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার ক্যাম্পাসের পূর্বপাশে মুজাহিদনগর মাদরাসার পাশে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় ২০-২৫ জন হাতুড়ি ও দেশি অস্ত্র নিয়ে নতুন ক্যাম্পাসের নির্মাণাধীন প্রাচীরের পিলার ভাঙতে শুরু করলে বিশ্ববিদ্যালয়ের লোকজন ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে স্থানীয়রা পালিয়ে যান। এসময় স্থানীয়দের ফেলে রাখা একটি জিপ কেরানীগঞ্জ থানা পুলিশ জব্দ করেন।
স্থানীয়দের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর সরকারি রাস্তার ওপর পড়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জমির পাশে স্থানীয়দের জমি রয়েছে। সেই জমির জন্য তারা রাস্তা বের করতে এ ভাঙচুর করেছে তারা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জেলা প্রশাসন থেকে অনেক আগেই লাল পতাকা দিয়ে ক্যাম্পাসের সীমানা দেখিয়ে দিয়েছে। আমরা সেই মোতাবেক সীমানা প্রাচীর তৈরি করেছি। কিন্তু স্থানীয় বলছেন সরকারি রাস্তার ওপর সীমানা প্রাচীর পড়েছে। তাদের আপত্তি থাকলে তারা সেটি ডিসি অফিসকে জানান। সরকারি স্থাপনায় হামলা করবেন কেনো। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।