জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষে গোলটি করেন মাহফুজ হাসান প্রিতম।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুনামেন্ট শেষে বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পরিচালক গৌতম কুমার দাস বলেন, এবারের ফুটবল প্রতিযোগীতা আয়োজন করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিলো। আগে আমরা ক্যাম্পাসের পাশে ধূপখোলা মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করতাম। কিন্তু সেই মাঠটি সিটি করপোরেশন দখলে নেয়ার আমাদের বিশ্ববিদ্যালয়ের সব খেলাধুলাই বন্ধ হয়ে যায়। এরপরই আমরা নতুন ক্যাম্পাসে একটি খেলার মাঠ প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রস্তাব দিলে অল্প সময়ের মধ্যেই একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পাস থেকে নিয়মিত সব খেলোয়াড়দের নিয়ে এ নতুন মাঠে খেলার আয়োজন করতে পেরে আমরা সকলেই আনন্দিত।
মাঠের দায়িত্বে থাকা কাজী মনির বলেন, এত সুন্দর একটি খেলার আয়োজনের দায়িত্বে থাকতে পেরে অবশ্যই ভাল লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বচ্চ সহযোগিতা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হয়েছি।
এ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩৫ টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট অংশগ্রহণ করে। আগামী রোববার (১৯ মার্চ) বর্তমান ক্যাম্পাসে বিজয়ী দল ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করা হবে।