জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সীমানা প্রাচীরের গ্রিল কাটার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা।
বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ছাত্রী কমন রুম পাশের সীমানা প্রাচীরের গ্রিল কাটার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় সোর্পদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের গ্রিল কেটে নেয়ার সময় ক্যাম্পাসের সিকিউরিটি গার্ডরা একজন চোরকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। যেহেতু এর আগেও ক্যাম্পাসে দুটি চুরির ঘটনা ঘটেছে তার সঙ্গে এর সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।
পুলিশ ফাড়ির ইনচার্জ হাসান মাতুব্বর দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চোরকে ধরে আমাদের হাতে সোপর্দ করে। মামলা হয়েছে। বিষয়পি তদন্ত করা হবে। সে ছোটখাটো গ্রিল, রড ইত্যাদি চুরি করে।