শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের জন্য ওয়েবঅ্যাপে তথ্য আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তিন ধাপে ৬৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের এ তথ্য পাঠানোর কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর থেকে। এ কার্যক্রম শেষ হবে ২৪ অক্টোবর।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে উল্লিখিত অঞ্চল ও তারিখ অনুয়ায়ী তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
কোন শিক্ষা অঞ্চরের তথ্য কত তারিখ দিতে হবে: ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার তথ্য ১-৮ অক্টোবর। কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ২১টি জেলা ৯-১৬ অক্টোবর। রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলা ১৭-২৪ অক্টোবর। ব্যানবেইস পরিচালিত বার্ষিক শিক্ষাজরিপ ২০২৪-এর কার্যক্রম ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বলা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।