কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজ সংলগ্ন মুক্তমঞ্চের জলাধারে ভেসে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল অপসারণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই দিনের কর্মসূচিতে মুক্তমঞ্চের জলাধারের আবর্জনা অপসারণ করেন। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। পরম আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী ও বাপা সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ ও গুরুদয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কার্যক্রমের অংশ নেন।
অধ্যক্ষ শরীফ সাদী বলেন, কিশোরগঞ্জ জেলা সদরে সর্বত্র পরিবেশ দূষণ বিশেষ করে নরসুন্দা নদীর দূষণ মারাত্মক আকার ধারণ করছে। ময়লা আবর্জনা ও দূগন্ধময় পরিবেশের কারণে ভাগাড়ে পরিণত হওয়ায় ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন । বায়ু দূষণও বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। মশা-মাছি বংশ বৃদ্ধি করছে, ফলে হুমকির মুখে জনস্বাস্থ্য। বিভিন্ন হোটেল রেঁস্তোরার বর্জ্য, হাসপাতালে মারাত্নক ক্ষতিকর বর্জ্য ও ফার্মের বিষ্ঠার স্তুপ খোলা জায়গায় পড়ে আছে।
তিনি আরও বলেন, জেলা সদরের প্রাণকেন্দ্র নরসুন্দা নদীর ওপর নির্মিত ব্রিজের দুই পাশে ময়লা আবর্জনা ফেলে এক চরম দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ময়লা ফেলে রাখার আরেকটি অসৎ উদ্দেশও রয়েছে। হোটেলের বাসাবাড়ির শত শত মণ আবর্জনা নদীতে ফেলে পায়তারা করছে তীর ভরাট করে দখলের। এতে নদীতে পানি প্রবাহে বাধারও সৃষ্টি হচ্ছে।
বাপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, হোটেল ও ফার্মের মালিকরা ময়লা আবর্জনা ও হাঁস মুরগির বিষ্ঠা নির্দিষ্ট গর্তে না ফেলে রাস্তার পাশে, খালে-জলাশয়ে, বিভিন্ন বাজারে, মসজিদ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ফেলে পরিবেশ দূষণ করছেন। কিন্তু জনসচেতনতা সৃষ্টি কিংবা পরিবেশ দূষণরোধে কারো কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা। এটা কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর জন্য বড়ই দুঃখজনক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।