দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন হয়।
শিক্ষার্থীদের দাবি, আগামী ১৯ মে থেকে ৬ জুন পর্যন্ত পরীক্ষায় যে রুটিন দেওয়া হয়েছে, তাতে প্রতিটি পরীক্ষার মধ্যে এক দিনের বিরতি রয়েছে। প্রতিটি পরীক্ষার মধ্যে অন্তত দু-তিন দিন বিরতি দিতে হবে। রুটিন পরিবর্তন না করলে পরে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সময় কমানোর নামে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা চাই প্রকাশিত রুটিন পরিবর্তন করে প্রত্যেক পরীক্ষার মধ্যে কমপক্ষে দুই থেকে তিন দিন বিরতি দেওয়া হোক।’