জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেইজড পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।
এতে আইসিটি, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), এন্টারপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রগ্রামে শিক্ষার্থী ভর্তির দরখাস্ত আহবান করা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। অনলাইন গেটওয়ে বা পে-স্লিপ ডাউনলোড করে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।