জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়সমূহে ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক (সম্মান) এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয় গুলো ১ম অপেক্ষমান তালিকায় অন্তর্ভূক্তদের সাক্ষাতকারে উপস্থিত তালিকা ভুক্ত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীগদের ১০ হতে ১৭ সেপ্টম্বর তারিখ পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড করতে পারবে এবং ১০ থেকে ১৯ সেপ্টম্বর পর্যন্ত ভর্তি ফি জমা দিতে পারবে। উল্লেখ্য, ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আসন বণ্টন (শতকরা হারে) বিবেচনায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি ফি জমাদান ও ফরম ডাউনলোড করার পদ্ধতি
মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পে-স্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে এর মাধ্যমে ভর্তি ফি বাবদ ৫ হাজার ৩৫ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে এস্এমএস এর মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করার জন্য তথ্য দেওয়া হবে। এ পর্যায়ে শিক্ষার্থীকে তার রোল নম্বর ও পিন ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login (NU On-Campus Honours Login) অপশন থেকে চূড়ান্ত ভর্তি পরম পূরণ করে তার প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। উক্ত প্রিন্ট কপির ফটোকপি এবং শিক্ষার্থীর মূল মার্কসশীট সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।