জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (অন-ক্যাম্পাস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ১ম মেধা তালিকায় উত্তীর্ণরা ৫ সেপ্টেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি ফি জমা দিতে পারবেন। সাক্ষাৎকার ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়সমূহের ১ম মেধা তালিকায় উত্তীর্ণরা যারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি তারা ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড ও ভর্তি ফি জমা দিতে পারবে।
এছাড়া ১ম অপেক্ষমান তালিকায় অন্তর্ভূক্ত সংশ্লিষ্ট বিষয়সমূহের সকল আবেদনকারীর সাক্ষাৎকার ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পে-স্লিপ ডাউনলোড এবং ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।