জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এমএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার (কোড নম্বর ৮৭৭৩) সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বুধবার পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার। প্রতিটি পরীক্ষা আরম্ভের সময় বেলা দেড়টা।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর চার থেকে পাঁচ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/admit অথবা www.nu.ac.bd/admit-এ রোল[]রেজি. বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের আগে অবশ্যই সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানতে দেখুন এখানে ক্লিক করুন।
-2শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।