জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অছাত্র ও অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এসময়ের মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনস্থলে এসে এ ঘোষণা প্রদান করেন উপাচার্য নিজেই।
এছাড়াও শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হল সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনায় প্রক্টরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন পর্যালোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
সেগুলো হলো- ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ ৬ শিক্ষার্থীর সনদ স্থগিত; ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে; ভাসমান দোকান সরিয়ে দিতে নিরাপত্তা ও এস্টেট শাখাকে নির্দেশ দেয়া হয়েছে; ক্যাম্পাসে অনুমোদনহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা শাখা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সিন্ডিকেট সভায় উল্লেখ করা হয়।