জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার প্রথম দিনে আইবিএ-জেইউ ‘সি-১ ইউনিট’ এবং ‘সি ইউনিট’ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল সোমবার, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম রোববার সমাজবিজ্ঞান অনুষদ এবং গণিত-পরিসংখ্যান ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপাচার্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা পরিদর্শনকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান উপাচার্যের সঙ্গে ছিলেন।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে (https://juniv-admission.org) পাওয়া যাবে।