জাবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

জাবি প্রতিনিধি |

‘ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি’ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অবসরপ্রাপ্ত ছয় জন শিক্ষককে বিদায় সংবর্ধনা জানিয়েছেন সহকর্মীরা।

মঙ্গলবার জাবির শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে এ বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত হওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল কাসেম ও অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল-মাসুদ-হাসান উজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রওশন জাহান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা এবং পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. রুহুল ফুরকান সিদ্দিক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো মনজুরুল হক বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাদের অবদান অতুলনীয়।

তিনি বলেন, শিক্ষকদের অবদান অদৃশ্য। তারা শিক্ষার্থীদের শক্তি দিয়েছেন। জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের আলোকিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সমৃদ্ধ হওয়ার পেছনে এই শিক্ষকদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুব কবির, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সামসুন্নাহার খানমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন। এসময় শিক্ষক সমিতি প্রযোজিত এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফাহমিদা আক্তার পরিচালিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ - dainik shiksha ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা - dainik shiksha পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো - dainik shiksha দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - dainik shiksha ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0057518482208252