জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইতিহাস বিভাগ। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উভয় দলের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ইতিহাস বিভাগ ১-০ গোলে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগকে পরাজিত করে।
ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন অধিনায়ক জুনাইদ আহমেদ নাফিস।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম। তিনি খেলায় বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানান এবং নির্বিঘেœ প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ শারীরিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।