জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের এক কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হলের আট তলার কয়েকজন শিক্ষার্থী ৮১০ নম্বর কক্ষে ধোঁয়া দেখতে পান। পরে শিক্ষার্থীরা দ্রুত হল কর্তৃপক্ষকে জানায়।
হল সুপার ফাতেমা বেগম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আট তলার কয়েকজন শিক্ষার্থী এসে ৮১০ নম্বর কক্ষে ধোঁয়ার কথা জানান। তৎক্ষণাৎ ইলেকট্রিশিয়ানসহ আমরা দ্রুত কয়েকজন সেখানে উপস্থিত হই। রুম তালাবদ্ধ দেখে দ্রুত তালা ভেঙে রুমে ঢোকা হয়।
তিনি আরও বলেন, ‘এই কক্ষে ৪ জনের আসন বরাদ্দ আছে। তার মধ্যে দুই জন ছাত্রী পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ইতিমধ্যে হল ক্লিয়ারেন্স দিয়ে কক্ষ ছেড়ে দিয়েছে। বাকি দুইজন হলে অনিয়মিত থাকে বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি। তবে আগের রাতে ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী ছিলেন।’
ফাতেমা বেগম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিগারেট থেকে এই আগুন লেগে থাকতে পারে। আমরা রুমে ঢুকে একটি বিছানা পুড়ে যাওয়া অবস্থায় পাই এবং বিছানার উপর সিগারেটের এ্যাসট্রে ছিল। সেটা প্লাস্টিকের থাকায় পুড়ে গিয়ে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছি।’
হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ বলেন, ‘সিগারেটের এ্যাসট্রে থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে।’
এই ব্যাপারে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, ‘ঘটনা আমি শুনেছি। অসুস্থ থাকায় হলে যেতে পারিনি, আপাতত ছুটিতে আছি। আগামীকাল হলে গিয়ে কী করা যায় সে সিদ্ধান্ত নেব।’