জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৫ হাজার ৬৫টি। পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী। এর মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ৪১৬ শিক্ষার্থী এবং চারুকলা বিভাগের জন্য ৩৭১ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে পাস করেছেন। এদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
এ বছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অনুষ্ঠিত হবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা।
এর আগে, গত রোববার ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।