জামালপুরে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফরেজধারী মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ১১ জুন থেকে দেশের সকল এমপিভুক্ত স্কুল ও মাদরাসার মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে শিক্ষকদের ধর্মঘট চলছে। এ জন্য বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকারের পক্ষ থেকে দাবির প্রতি কোনো সাড়া না পাওয়ায় সারা দেশের ন্যায় জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) জামালপুর জেলার সভাপতি মো. মফিজ উদ্দিন। মানববন্ধনে বক্তব্য দেন বিটিএ’র জামালপুর জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, কর্মচারী পরিষদের কৈন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী এবং জয়নাল আবেদীন এমদাদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মচারী নেতা জাফর আলী আলী বলেন, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিরসনে জাতীয়করণের কোনো বিকল্প নেই।