পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শনাক্ত করা জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে বাস্তবায়ন কমিটির আজ রোববারের সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সভার তারিখ ও সময় জানানো হবে।
রোববার প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এই নোটিশ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানোর জন্য বলা হয়েছে।
নোটিশে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শনাক্ত করা জাল সনদধারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা- এ বিষয়ে বক্তব্য জানার জন্য ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটির ৯ জুন সকালের অনুষ্ঠাতব্য সভাটি স্থগিত করা হলো।