দিনাজপুরে দলিল জাল করার অভিযোগে দায়ের করা মামলায় জেল-হাজতে থাকা প্রধান শিক্ষক জাহিদুর রহমান জামিন পেয়েছেন। এর আগে ১৭ অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছিলো। গতকাল বুধবার তাকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্থায়ী জামিন দেয় আদালত।
আদালত সূত্রে জানা যায়, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ নবাবগঞ্জে জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর (নওদাপাড়া) এলাকার মো. শামসুদ্দিন আকন্দের ছেলে মো. মেজ বাবু বাদি হয়ে দলিল জাল করার অভিযোগে পুটিমারি দক্ষিণ জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত ভার দেয়।
পরবর্তীতে পিবিআই তদন্ত করে প্রধান শিক্ষক জাহিদুর রহমানের বিরুদ্ধে জাল দলিল সম্পাদনের প্রমাণ পেয়ে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে প্রধান শিক্ষক জাহিদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
অভিযুক্ত গত ১৭ অক্টোবর দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ নবাবগঞ্জে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের জামিন আবেদন বাতিল করে তাকে জেলহাজতে পাঠিয়েছিলো।