রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজের ২ হাজার ৯০১ জন ছাত্র এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটির ৩ হাজার ২৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ২২৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৮ শতাংশ। প্রতিষ্ঠানটির সাত জন পরীক্ষার্থী ফেল করেছেন, তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন তিনজন।
বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর নটর ডেম কলেজের জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের ২ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২ হাজার ৭৫ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬২ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৯৫ জন। আর মানবিক বিভাগের ৪০৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৪৪ জন পরীক্ষার্থী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।