দাখিল পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে মাদরাসা বোর্ড থেকে ফেল করা ২০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মূল ফলে তাদের ফেল করানো হলেও খাতা চ্যালেঞ্জ করে এসব শিক্ষার্থী সর্বোচ্চ ফল অর্জন করেছেন। আর ফেল থেকে পাস করেছেন ২২৬ জন দাখিল শিক্ষার্থী।
শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ২৫ হাজার ৫০২টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন ১৬ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী।
ফেল থেকে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পাওয়া দাখিল পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো হলো, ১৬৬৭৫১, ১৬৬৭৫৩, ২১৩৮৫৮, ২৩৪৯৫০, ২৩৯৮৫৭, ২৫২৭৪৯, ২৫২৭৬০, ২৫৫৫৩১, ২৬৬৭৪৮, ২৬৬৭৫২, ২৬৬৭৫৩, ২৬৬৭৫৪, ২৬৭১৫০, ২৬৯৪৬২, ৪০৮১৮৪, ৪০৮২১০, ৪০৮২২৩, ৪১৮৯৬১, ৪২৭৬০৯ এবং ৪২৭৭৮১।
জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। সারাদেশের তারা মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।
গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছিলেন ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
গত ২৮ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৮২ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৪৫৭ জন।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য দাখিলের খাতা পুনঃনিরীক্ষণের ফল তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।