রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২ হাজার ১জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। প্রতিষ্ঠানটির ২ হাজার ৩৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২ হাজার ৩৩৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থীর ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বুধবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৮০১ জন অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫৮৪ জন।
মানবিক বিভাগ থেকে এইচএসসিতে অংশ নেয়া ২৪৪ ছাত্রীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২১৪ জন।
আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসিতে ২৯৪ জন ছাত্রী অংশ নিয়ে পাস করেছেন ২৯৩ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০৩ জন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।