গণপদযাত্রা ঠেকাতে রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে ডাবল ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। বাধার মুখে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যিাশীরা।
এর আগে রোববার (১৪ জুলাই) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন তারা। পরে তারা গণপদযাতত্রা শুরু করেন। দুপুরে জিরো পয়েন্টে পৌঁছালে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে পুলিশকে কয়েক দফা কথা বলতে দেখা যায়।
এখান থেকেই রাষ্ট্রপ্রতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন আন্দোলকারী শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।