অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয় করা হচ্ছে। স্কুলটিতে ২০২০ খ্রিষ্টাব্দে জিয়ার নামফলক তুলে নতুন ফলক লাগানো হয়েছিলো। কিন্তু, সে বছরেরই নভেম্বরে স্কুলের ফটকের সেই নাম কালি দিয়ে মুছে দিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবাবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ স্কুলটির নাম পরিবর্তনের সম্মতি দিয়ে আদেশ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা বলছেন, আগে উন্নয়ন হচ্ছিলো না। তাই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদোগ নিয়েছিলেন স্কুলের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত বুধবার প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন হয়েছে।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে ২০০৬ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা। ২০২০ খ্রিষ্টাব্দের নভেম্বরে প্রতিষ্ঠানটির নতুন নামের ফলক লাগানো হলে ওই মাসের ২৯ তারিখ বিএনপি নেতাকর্মীরা কালি দিয়ে সেই নাম মুছে দেন। ওই কাজে বিএনপি নেতাকর্মীদের নেতৃত্ব দেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।