সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট-২০২৩: সকলের জন্য সামাজিক ন্যায়’ হলো সামাজিক ন্যায়বিচারের সমর্থনে বর্ধিত, সমন্বিত এবং সংগত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবিলার জন্য বিশ্বব্যাপী ভয়েসের জন্য একটি উচ্চ-স্তরের ফোরাম।
এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি গ্লোবাল কোয়ালিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার সুযোগ দিবে। যা আন্তর্জাতিক শ্রম অফিসের ৩৪৭তম অধিবেশনে গভর্নিং বডি স্বাগত জানিয়েছে।
একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী ১৩-১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা সফর করবেন।
ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলান্দ, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ খ্রিষ্টাব্দের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থী, সেইসঙ্গে নিয়োগকর্তা এবং শ্রমিকদের প্রতিনিধিসহ বেশ কয়েকজন উচ্চ-পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য দিবেন।
দুই দিনের এই শীর্ষ সম্মেলনটি আরও টেকসই এবং ন্যায়সঙ্গত বিশ্ব তৈরিতে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকা তুলে ধরবে এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে এবং নীতির সুসংগততা নিশ্চিত করার জন্য বর্ধিত এবং ভাল ও ধারাবাহিক যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করবে।
এটি অংশগ্রহণকারীদের সামাজিক ন্যায়বিচার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো ভাগ করে নেওয়ার জন্য এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে তা প্রদর্শন করার জন্য একটি ফোরাম প্রদান করবে।
এছাড়া তারা সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করা হচ্ছে যে শীর্ষ সম্মেলনের ফলাফলগুলো বৃহত্তর সামাজিক ন্যায়বিচার অর্জনের জন্য কেন্দ্রীয়তা এবং কৌশলগুলোর অন্যান্য বহুপক্ষীয় ফোরামে আলোচনাকে অবহিত করবে।
যেমন, ২০২৩ খ্রিষ্টাব্দে টেকসই উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলন, জিটুও এবং বিআরআইসিএস দেশগুলোর শীর্ষ সম্মেলন।
শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের মহাসচিব, আইএলও মহাপরিচালক এবং নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ভাষণ দিবেন।
বহুপক্ষীয় ব্যবস্থা জুড়ে সামাজিক ন্যায়বিচারের প্রতি পদক্ষেপগুলো চিহ্নিত ও সম্প্রসারিত করতে, একটি যৌথ, সুসংগত এবং সমন্বিত সম্পৃক্ততার প্রতিশ্রুতি দেওয়ার জন্য সরকার ও নিয়োগকর্তা এবং শ্রমিকদের সংগঠন, জাতিসংঘের সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর উচ্চ-স্তরের প্রতিনিধিদের সঙ্গে চারটি প্যানেল আলোচনা করবে।