ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘টিচিং ইভ্যালুয়েশন’ বা শিক্ষক মূল্যায়ন কার্যক্রম আগামী জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে পাঁচটি সূচক ও উপ-সূচকের আলোকে শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। তবে মূল্যায়ন করা শিক্ষার্থীদের একাডেমিক নিরাপত্তা নিশ্চিততে তাদের নাম-পরিচয় গোপন রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
জানা গেছে, কোনো একটি কোর্স অধ্যয়ন শেষে সংশ্লিষ্ট শিক্ষকের বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হবে। সেখানে শিক্ষার্থীরা অনলাইনে একটি ফরমে তথ্য উল্লেখ করে বিভিন্ন মানদণ্ডে শিক্ষকদের পারফরম্যান্স মূল্যায়ন করে নম্বর দেয়ার সুযোগ পাবেন। সেগুলোর গড় করে শিক্ষকের সামগ্রিক স্কোর নির্ধারণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকের কোর্সের বিষয়বস্তু, কোর্স মেটেরিয়াল সরবরাহ করছে কি-না, মিডটার্ম, অ্যাসাইনমেন্ট ঠিকমতো নিচ্ছেন কি-না, ক্লাসে সময়মতো আসছেন কি-না ইত্যাদি বিষয়ে মতামত দেয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমদের লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। আগামী জুলাই থেকে ‘টিচিং ইভ্যালুয়েশন’ বা শিক্ষক মূল্যায়ন কার্যক্রম কার্যকর হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা পরিচয় গোপন অনলাইনে একটি নির্দিষ্ট ফরমে শিক্ষক সম্পর্কে মতামত দেয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ইন্টারঅ্যাকশন বাড়বে, পাশাপাশি শিক্ষকের রেসপন্সিবিলিটি ও অ্যাকাউন্টিবিলিটি বাড়বে বলে আশা করছি।
শিক্ষক মূল্যায়নের নতুন পদ্ধতিতে অংশ নিতে শিক্ষার্থীদের জন্য কোনো নির্দেশনা বা প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে উপ-উপাচার্য আরো বলেন, শিক্ষার সামগ্রিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে টিচিং ইভ্যালুয়েশনের প্যারামিটার সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য বিশেষ সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন চলমান আছে। আশা করি এর মাধ্যমে পরিপূর্ণ ধারণা শিক্ষার্থীরা লাভ করবেন।
এর আগে গত বছরের অক্টোবরে ‘টিচিং ইভ্যালুয়েশন’ বা শিক্ষক মূল্যায়ন কার্যক্রম চালুর নীতিমালা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদন পায়। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।