স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা দেয়াসহ ছয় দাবিতে মানবন্ধন করেছে জয়পুরহাটের মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাফিজ আল আসাদ, যুগ্ম আহবায়ক আহমেদ আব্দুল্লাহ, নিশান, সদস্য সচিব সুজাত হোসেন তামিম, জয়পুরহাট ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজির শিক্ষার্থী রূপম কুমার প্রমুখ।
৬ দফা দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ খ্রিষ্টাব্দের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্যসুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
ঢাকা আইএইচটিকে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স দেয়া, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি-ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
৬ দফা দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।