স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার সকালে রুপান্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।
অনুষ্ঠান সঞ্চালনায় রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জ্বল রায়। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক নারী অংশ নেয়।