ঝালকাঠিতে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মোট ৬৪টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তথ্য ও গ্রন্থাগারের সহকারী শিক্ষকসহ মোট ১২৪জন শিক্ষক এতে অংশ নেন।
জেলা শিক্ষা অফিসার মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশে কর্মশালায় শিক্ষকদের উদ্বুদ্ধ করা হয়।