ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্র) সংঘর্ষে ৪জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী ছিলেন।
পুলিশও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে থ্রি হুইলারে (মাহিন্দ্র) আট জন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল।এসময় ঢাকা থেকে বেপারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দার দুজন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৬ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়। নিহত যাত্রীদের মধ্যে একজন নারী রয়েছে । এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, নিহতদের নলছিটি থানায় ও আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।