দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠী: ঝালকাঠি জেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।inside-ad-1] বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো আফরুজুল হক টুটুল। এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুনিল চন্দ্র সেন। প্রতি বছরের ধারাবাহিকতা এবারেও মেলায় ঝালকাঠি জেলার চারটি উপজেলা হতে জুনিয়র, সিনিয়র এবং বিশেষ গ্রুপে মেধাস্থান অধিকারীগণ এবং জেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাস্থান অধিকারীগণ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে অতিথিরা মেলার বিজ্ঞান বিষয়ক প্রকল্পের জন্য জুনিয়র, সিনিয়র গ্রুপে ছয়জন এবং কুইজ প্রতিযোগিতায় পাঁচজনের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপে জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।