দৈনিক শিক্ষাডটকম, কামরুজ্জামান সুইট : ঝালকাঠি জেলার সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহি শাহী ৯৯ জর্দার প্রস্ততকারক সাবিহা ক্যামিক্যাল ওয়ার্কসের পরিচালক মোহাম্মদ শামীম আহমেদ। ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে তাকে সম্মাননা দেয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়।
বুধবার দুপুরে খুলনা হোটেল সিটি ইন মিলনায়তনে এ সম্মাননার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ভ্যাট দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নেবো’। কর কমিশনেরর পক্ষে যুগ্ম কমিশনার মোহাম্মদ মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাটদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীরা।
উন্নয়নের ভ্যাট নীতি ভ্যাট দিয়ে গড়বো জাতি স্লোগানকে সামনে রেখে জাতীয় ভ্যাট ট্যাক্স দিবস ও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করে। জাতীয় রাজস্ব বোর্ডের উৎপাদন ক্যাটাগরিতে ঝালকাঠি জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন সাবিহা ক্যামিক্যাল ওয়ার্কসের পরিচালক মোহাম্মদ শামীম আহমেদ।
অনুষ্ঠানে ঝালকাঠির ঐতিহ্যবাহী শাহী ৯৯ জর্দার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স সাবিহা ক্যামিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মো: শামীম আহমেদের সম্মাননা স্মারক তার ছোটভাই মো. রাজিব আহমেদের হাতে তুলে দেন যুগ্ম কমিশনার মোহাম্মদ মাজেদুল হক।