বিস্ফোরক আইনের মামলায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৮ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিকেলে তিনটি পৃথক মামলায় বিচারপতি মি. মোস্তফা জামাল ইসলাম এবং মি. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
জানা গেছে, জেলা সদর, নলছিটি ও কাঠালিয়া থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে সম্প্রতি মামলা হয়েছিলো। জামিনপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া তালুকদার, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন মীর বহর, জেলা যুবদলের আহ্বায়ক শামিম তালুকদার, সদস্য সচিব অ্যাড. মো. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, জেলা যুবদলের সদস্য মো. সাদ্দাম হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ২৮ নেতা কর্মী। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।